ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ফাইনালে বাংলাদেশের চার দল

New-Project-14-4.jpg

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ফাইনালে বাংলাদেশের চার দল

২৪ ঘণ্টা বাংলাদেশ ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্বের অন্যতম প্রেস্টিজিয়াস রোবোটিক্স প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৫-এর ফাইনালে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে বাংলাদেশের চারটি দল। টিম মঙ্গল-তোড়ি (ব্র্যাক ইউনিভার্সিটি), এমআইএসটি মঙ্গল বরোটা (মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-মিস্ট), প্রজেক্ট অল্টেয়ার (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-আইইউটি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) নামে এই দলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশন-এ অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৫-এ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘টিম মিস্ট মঙ্গল বার্তা’ চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতায় সিস্টেম একসেপ্টেন্স বিশ্বের ১১৪টি বিশ্ববিদ্যালয়ের দলের মধ্যে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া এই চারটি দল তাদের উদ্ভাবনী মঙ্গল রোভার ডিজাইনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা বৃদ্ধির সুযোগ পাবে। ইউআরসি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে মঙ্গলগ্রহের পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা, স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে রোভারের কার্যকারিতা প্রদর্শন করতে হয়।

একাধিক রাউন্ড অতিক্রম করে ফাইনালে পৌঁছানো বাংলাদেশি দলগুলোর এই সাফল্য দেশের তরুণ প্রজন্মের মাঝে রোবোটিক্স ও মহাকাশ প্রযুক্তিতে আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়োজক কমিটি জানিয়েছে, জুন মাসে ইউটাহের মরুভূমিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় দলগুলো তাদের রোভারের মাধ্যমে বৈজ্ঞানিক সমস্যা সমাধান, ভূ-নমুনা সংগ্রহ এবং জটিল টেরেন অতিক্রমের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করবে।

দেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের এই উজ্জ্বল অর্জনকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী এবং টেক কমিউনিটি সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানাচ্ছেন। সবাইকে নিয়ে তাদের আকাঙ্ক্ষা: “মহাকাশের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও—বাংলাদেশকে নক্ষত্রপথে পৌঁছে দাও!”

Leave a Reply

scroll to top