আলোকস্বল্পতায় আগেই শেষ তৃতীয় দিনের খেলা

New-Project-38-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ দিন শেষ করেছে ৮১ রানের লিড নিয়ে। চতুর্থ দিনে টাইগারদের একমাত্র ভরসা ৮৭ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। ১৬ রানে অপরাজিত নাঈম হাসান মিরাজকে যোগ্য সঙ্গ দিবেন সেই আশায় চতুর্থ দিন নিয়ে।

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের হাতে ছিল ছয়টি উইকেট। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটার মাহমুদুল হাসান জয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।  দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন মিরাজ-জাকের। ১১২ রানে ৬ উইকেট হারানোর পর এই জুটি থেকে এসেছে রেকর্ড ১৩৮ রান।

অভিষেক টেস্টে অর্ধশতক তুলে নিয়ে নিজের ইনিংস আর বড় করতে পারেননি জাকের। ফিরে গেছেন সাজঘরে। জাকেরের বিদায়ের পর কিছুক্ষণ পর বৃষ্টির কারণে বন্ধ থাকে খেলা। প্রায় দেড় ঘণ্টা পর আবারও শুরু হয় খেলা। তবে মাত্র ৫ ওভার খেলার পর আলো স্বল্পতায় আবারও বন্ধ রাখা হয় খেলা।

এরপর আর মাঠে গড়ায়নি বল। তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়ার। বৃষ্টি ও আলোকস্বল্পতায় বুধবার সারা দিন খেলা হয়েছে ৫৭.৫ ওভার। তাতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৮২ রান। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান।

Leave a Reply

scroll to top