আ’লীগের সময় ভারতের সঙ্গে চুক্তিগুলো প্রকাশের দাবি অবসরপ্রাপ্ত সেনাদের

New-Project-54.jpg
নিজস্ব প্রতিবেদক

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, হতে হবে সমতার ভিত্তিতে। এ ছাড়া বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করেছেন অবসরপ্রাপ্ত সেনারা।

শনিবার (৭ ডিসেম্বর) রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনারা।

সরকারের প্রতি তারা আহ্বান জানান, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, হতে হবে সমতার ভিত্তিতে। এ ছাড়া বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন সাবেক সেনা কর্মকর্তারা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) আহসান উল্লাহ বলেছেন, আমাদের আজকের আয়োজন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এই দেশ ১২ আউলিয়ার। একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ জন্মেছে। সুতারাং এটা অসম্প্রদায়িক দেশ। এই দেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র মেনে নেব না।

সমাবেশে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। তারা বলেন, ৫ আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননা করা হয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকি।

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা বলেন, আপনাদেরকে আমরা আরও আশ্বস্ত করতে চাই সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার আমরা সব সময় এ দেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। আমরা যে কোনও প্রয়োজনে দেশের জন্য আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমরা যে আজকে ঐক্যবদ্ধ তাঁর ডাক দিয়েছি আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশে শেষ নয়।

Leave a Reply

scroll to top