আলিস আল ইসলাম বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ

আলিস আল ইসলাম বোলিং অ্যাকশন
নিজস্ব প্রতিবেদক

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এ বরিশালের বিপক্ষে ম্যাচ খেলার সময় আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এর ফলে তাকে আনুষ্ঠানিক পরীক্ষা দিতে হয়। সোমবার (২৭ জানুয়ারি) বিসিবির আম্পায়ার্স কমিটির এক সূত্র নিশ্চিত করেছে যে আলিস আল ইসলাম বোলিং অ্যাকশন পরীক্ষায় সফল হয়েছেন। ফলে তার বিপিএলে খেলার আর কোনো বাধা নেই।

গত ২৫ জানুয়ারি (শনিবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বোলিং অ্যাকশন পরীক্ষায় অংশ নেন আলিস।

এর আগে ১৯ জানুয়ারি বিপিএলের ২৫তম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ৬ উইকেটে জয় পায় ফরচুন বরিশাল। ওই ম্যাচেই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ তৈরি হয়। যদিও ঐ ম্যাচে তিনি ৩ ওভার বল করে ২১ রান খরচ করলেও উইকেট পাননি।

এটাই প্রথম নয়, ২০১৯ সালে বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে সাড়া ফেলেন আলিস আল ইসলাম। তবে সেই ম্যাচের পরপরই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে।
এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আলিস আল ইসলাম প্রমাণ করলেন তার বৈধতা। ফলে বিপিএল ২০২৪-এ তার অংশগ্রহণ নিশ্চিত হলো।
বিপিএল ২০২৪ ও আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে ২৪ ঘণ্টা বাংলাদেশ-এর সাথেই থাকুন।

Leave a Reply

scroll to top