প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আমরা এক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি। এখন থেকে নতুন যাত্রা শুরু করতে হবে।
রোববার (৮ ডেসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সিটিজেন কনফারেন্সে তিনি এ কথা বলেন। সৈয়দ রেফাত আহমেদ বলেন, এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে।
তিনি বলেন, গত সরকারের আমলে বিচার বিভাগে আশ্রয়ের বদলে নির্যাতনের সংস্কৃতি চালু হয়েছিল, এখন থেকে জনগণকেন্দ্রিক বিচারব্যবস্থা গড়ে তোলা হবে।
প্রধান বিচারপতি বলেন, জনগণকেন্দ্রিক উদ্যোগে আপনারা বিচার বিভাগকে পাশে পাবেন। সুযোগের সদ্ব্যবহার যেন করতে পারি তা খেয়াল রাখতে হবে। বিচার ব্যবস্থায় কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে। আগামীতে জনগনের বিচার বিভাগকে পাশে পাবে মানুষ।