আমরা একটা কালযুগ পার করেছি : মিয়া গোলাম পরওয়ার

New-Project-42.jpg
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা একটা কালযুগ পার করেছি। জুলাই-আগস্টের বীর ছাত্র-জনতার রক্ত ও চোখের পানির বিনিময়ে অর্জিত ঋণ আমাদের শোধ করতে হবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রয়োজনীয় সংষ্কারের পর আসুন আমরা সকলে মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাই। চাঁদাবাজি করে যারা কলকারখানার চাকা বন্ধ করে দিতে চায়, তাদের দ্রুত গ্রেফতার করুন। মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। ২০২৪-এ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। জামায়াতে ইসলামী দেশে একটি সুদমুক্ত এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমেই আমাদের সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, আমরা একটা কালযুগ পার করেছি। জুলাই-আগস্টের বীর ছাত্র-জনতার রক্ত ও চোখের পানির বিনিময়ে অর্জিত ঋণ আমাদের শোধ করতে হবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে।
প্রধান অতিথি আরও বলেন, ইতিহাসের জঘন্যতম সাজানো মিথ্যা জুডিশিয়াল ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা ও ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দিয়ে আল্লাহর নেক বান্দাদের হত্যা করা হলেও নিষ্ঠুর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্তর কাপে নাই।

জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মোঃ সামিউল হক ফারুকী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলার সাবেক আমীর মোঃ আবুল হাশেম খান, ২০২৪ এর আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী মুকুল কুমার দত্ত, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ হোসেন আলী।

Leave a Reply

scroll to top