অধিভুক্তি বাতিল করে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দফা দাবি পূরণে আবারও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) কর্মসূচি শুরুর প্রায় ৩ ঘণ্টা পর দুপুর দুইটার দিকে এমন ঘোষণা দিয়ে সাইন্সল্যাবের অবরোধ তুলে নেন তারা। পরে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহমান কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘আমরা সাত কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ক্যাম্পাসে ক্যাম্পাসে গণসংযোগ করব। শুক্রবার কোনো কর্মসূচি নেই। শনিবার পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসার জন্য অপেক্ষা করে সেদিন বিকেলে ঢাকা কলেজের মূল ফটকের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে গত সোমবার সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের কার্যক্রম শুরুসহ মোট ৩ দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে কোন ধরনের কার্যক্রম গ্রহণ না করায় তার প্রতিক্রিয়া হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আবারও সড়ত অবরোধ করা হয়েছিল।