আবারও সাভারে চলন্ত বাসে ডাকাতি

New-Project-15.jpg

আবারও সাভারে চলন্ত বাসে ডাকাতি

জাবি প্রতিনিধি

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় জড়িত সন্দেহে সাভার পরিবহনের বাসচালক রজব আলী (৩০) ও তার সহকারী এমদাদুল হক (৪০)–কে পুলিশের হাতে তুলে দিয়েছেন যাত্রীরা।

ঘটনাটি ঘটে শুক্রবার (৪ এপ্রিল) রাতে, ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায়। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। এ ঘটনায় বাসচালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানার হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বাসটি কর্ণপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে ডাকাতরা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যায়।

 

বাসযাত্রী সুমন সরকার বলেন, “আমি চন্দ্রা থেকে বাসে উঠি। বাসটি উলাইল এলাকায় পৌঁছালে কয়েকজন ছুরি নিয়ে যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এছাড়াও অন্যান্য যাত্রীদের স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে পালিয়ে যায়।”

 

বাসচালক রজব আলী বলেন, “বাসে ওঠা কয়েকজন ব্যক্তি হঠাৎ অস্ত্র বের করে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ক্ষুব্ধ যাত্রীরা বাসে ভাঙচুর চালায়। এ সময় আমি ও সহকারী এমদাদুল হক সড়কের পাশে লুকিয়ে পড়ি।”

 

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, “বাসে ডাকাতির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছি এবং আশা করছি খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।”

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সাভারের সিএনবি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে।

এর আগে, গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতুর সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়। সে সময় অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রীর মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা।

এরও আগে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত তিনজন আহত হন।

Leave a Reply

scroll to top