স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে অবরোধের পর সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের কথা বলা হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। তাদের দুইটি বিভাগ ডিসেম্বরের মধ্যে সেখানে শিফট করার কথা থাকলেও, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি ৩০০ ফুট জমি বিক্রি করার চেষ্টা করছে। এছাড়া, প্রতি মাসে বোর্ড সদস্যরা তাদের গাড়ির খরচ হিসেবে ৬৫ হাজার টাকা নিচ্ছেন, যা শিক্ষার্থীদের টাকার হিসেবেই বের হচ্ছে।
এর আগে শনিবার বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা।