“অধিকার সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮মার্চ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পিরোজপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার/২৪ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া (জনি) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদেরকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়,তিনি নারীদের সামাজিক অধিকার,মূল্যবোধ,মত প্রকাশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি এ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ওমেন্স সাপোর্ট কর্নার’ স্থাপনের ঘোষণা দেন। যার মাধ্যমে নারীদের বিরুদ্ধে সংগঠিত বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।
তিনি নারীদের প্রতি সহিংসতা, ইভটিজিং,ধর্ষণ, যৌতুক,বাল্যবিবাহ,নারী নির্যাতন এর মত অমানবিক দিক তুলে ধরেন এবং প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের লোকদের ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে পুরুষের পাশাপাশি নারীদেরকে আরো ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদেরকে অগ্রণী ভূমিকা পালনসহ প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকার কথা ও তুলে ধরেন।
আলোচনা সভা শেষে অদম্য নারী পুরস্কার/২৪ উপলক্ষে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের স্বীকৃতি ও পুরস্কার স্বরূপ ৩জন নারীর হাতে জয়িতা পুরস্কার তুলে দেন এবং সকল নারীকে আরো ব্যাপক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি- বেসরকারি কর্মকর্তা বৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মিডিয়া, সংবাদ কর্মী ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন।