আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন

New-Project-36-6.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পিরোজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়াদী কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের বি সি এস শিক্ষকগন অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছি, এবং দেশকে মুক্ত করেছি। তাই আমরা আর কোন বৈষম্যের শিকার হতে চাই না। ব্রিটিশ আমল থেকেই শিক্ষা ক্যাডার, ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রকাশিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ করা হয়েছে, যা আমাদের উপর বৈষম্য ছাড়া আর কিছুই নয়। আমরা এই বৈষম্যের শিকার হতে চাই না, আমরা আমাদের অধিকার চাই।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়,পিরোজপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন সিকদার, সহকারী অধ্যাপক মো. শাহিন রেজা, মোহাম্মদ ইলিয়াস বেপারীসহ আরো অনেকে।

Leave a Reply

scroll to top