আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

New-Project-75-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের রায়পুরাসহ আশাপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে রায়পুরা উপজেলার বাঁশগাড়ি চরাঞ্চলে আওয়ামী লীগ সমর্থিত জাকির হাসান রাতুল ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বাশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে বর্তমান চেয়ারম্যান জাকিরের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরে সকালে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্রের পাশাপাশি ছোঁড়া হয় গুলি। এসময় জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের একজন নিহত হন।

Leave a Reply

scroll to top