আধিপত্যবাদী অপশক্তি ও তার দোসরদের ষড়যন্ত্র রুখতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগরীর আমীর জননেতা মাওলানা ড. কেরামত আলী।
সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালী ও আলোচনা সভা একথা বলেন তিনি।
মাওলানা ড. কেরামত আলী বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। জামায়াতে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর।