আত্মহত্যা করেছেন জনপ্রিয় ব়্যাপার অভিনব

New-Project-2025-02-14T141746.548.jpg
নিজস্ব প্রতিবেদক

বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে ওড়িয়া ব়্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং-এর মরদেহ। মাত্র ৩২ বছর বয়সেই প্রাণ গেল এই শিল্পীর। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় ইতোমধ্যেই একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে।

অভিনব পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও ব়্যাপ জগতে ‘জাগারনট’ নামে পরিচিত ছিলেন। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। তাঁর পরিবারের অভিযোগ, পারিবারিক কলহই এই আত্মহত্যার কারণ। পরিবারের তরফে দাবি করা হয়েছে, স্ত্রী ও অন্যদের মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনব। মিথ্যা অভিযোগের মুখে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি। ময়নাতদন্তের পর তাঁর দেহ ওড়িশায় পাঠানো হয় এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

অভিনবের বাবা বিজয় নন্দ সিং ওড়িশার লালবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে তিনি পুলিশের কাছে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যেই এই মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।

‘জাগারনট’ নামেই পরিচিত ছিলেন অভিনব সিং। তার ‘কটক অ্যান্থেম’ ব়্যাপ গান ওড়িশার যুবসমাজের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়াও শিল্পীর ব়্যাপগুলো স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করেই তৈরি করা হতো। সম্প্রতি তিনি এমসি টর (তন্ময় সাহু)-এর মতো স্থানীয় শিল্পীদের সঙ্গেও কাজ করেছিলেন।

বিভিন্ন বিতর্কেও নাম জড়িয়েছিল এই ব়্যাপারের। ২০২৪ সালের অগস্টে ওড়িয়া অভিনেত্রী সুপ্রিয়া এক মিউজিক ভিডিও লঞ্চের অনুষ্ঠানে তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। সেই ঘটনার তদন্ত শুরু হয়। এছাড়াও, ভুবনেশ্বরের একটি ওয়ো হোটেলে এক ঘটনায় তাঁর স্ত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে, পুলিশ হোটেলটি সিল করে দেয়। অভিনব সিং-এর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই ওড়িশা ও বেঙ্গালুরু, দুই জায়গাতেই তদন্ত চলছে।

Leave a Reply

scroll to top