আতিফ আসলামের সাথে একই মঞ্চে গাইবেন তাহসান

New-Project-11.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সর্বশেষ গেল এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন পাকিস্তানী গায়ক আতিফ আসলাম। আগামী নভেম্বরে আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন তিনি।

আগামী ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। ঢাকার আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট। কনসার্টে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান।

ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন। তাহসান ছাড়াও কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এ ছাড়া পাকিস্তানের আবদুল হান্নানেরও অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছে।

এর আগে এপ্রিলে ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে অংশ নিয়েছিলেন আতিফ। ওই কনসার্টে তার সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

Leave a Reply

scroll to top