পাকিস্তানের ব্যান্ড জাল এবং সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্টের পর দেশটির আরেকটি ব্যান্ড কাভিশ ঢাকায় আসছে। প্রথমবারের মতো ঢাকায় গাইতে এসেছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কাভিশ। রাজধানীর সেনাপ্রাঙ্গণে আজ রাতে ঢাকা ড্রিমস কাবিশ লাইভ ইন কনসার্ট এ গাইবে ব্যান্ডটি।
নিন্দিয়া রে, বাচপান, তেরে পেয়ার মের মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির।কনসার্টে গাইতে বুধবার সন্ধ্যায় ঢাকায় নেমেছেন কাভিশ ব্যান্ডের সদস্যরা। ব্যতিক্রম সুর ও কাব্যিক কথার গানের জন্য পরিচিতি রয়েছে ব্যান্ডটির।
আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস জানিয়েছেন রাজধানীর সেনা প্রাঙ্গণে, রাত সাড়ে আটটায় মঞ্চে উঠবেন কাভিশ। এর আগে সংগীতশিল্পী আরমীন মুসা ও ঘাসফড়িং কয়ার, লেভেল ফাইভ, শূন্য, অর্ণব ও সুনিধি নায়েক গান পরিবেশন করবে।শুক্রবার ও শনিবার দুই দিন কনসার্টটি হওয়ার কথা ছিল। পরে আয়োজকেরা জানান শুধু শুক্রবার কনসার্টটি হবে।
কাভিশ পাকিস্তানের সেমি ক্লাসিক্যাল ব্যান্ড হিসেবে পরিচিত যা ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে।তাদের প্রথম অ্যালবাম গুনকালি ২০০৯ সালে প্রকাশ পেয়েছিল।