আজ থেকে শুরু হচ্ছে রাবির ভর্তি পরীক্ষা

New-Project-3-10.jpg

আজ থেকে শুরু হচ্ছে রাবির ভর্তি পরীক্ষা

২৪ ঘণ্টা বাংলাদেশ রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি-পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে বি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বি ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য অভিভাবকদের বসার একটি টেন্টে যান ও কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেন। আজ বি ইউনিটের পরীক্ষায় মোট ৪২ হাজার ৪৩৩ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ৬৩১ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১০ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী ছিল। এই পরীক্ষায় ৩৫ হাজার ১৪৫ জন অংশ নেয়, যা ৮২.৮২%।

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

ভর্তি-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে পরবর্তী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনুরূপ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছে।

Leave a Reply

scroll to top