দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ শনিবার (১৯ এপ্রিল) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি:
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এল ডি হলে আয়োজিত প্লাস্টিক দূষণ বিষয়ে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা ১১টায় বারিধারা ডিওএইচএসের বাসা থেকে রওনা হবেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি:
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুলের কর্মসূচি:
সকাল ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির কর্মসূচি:
গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ১২ দলীয় জোট এবং সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে এসব বৈঠক হবে। এতে নেতৃত্ব দেবেন লিয়াজোঁ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মানববন্ধন কর্মসূচি:
বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আলোচন সভা:
সকাল ১০টায় ডিআরইউ মিলনায়তনে আলোচন সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবদীন ফারুক।
সংবাদ সম্মেলন:
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।
জামায়াতের কর্মসূচি:
বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হবে। পুরানা পল্টনে ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও মহানগরী নেতারা।
জিএম কাদেরের কর্মসূচি:
বেলা ১১টায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির কেন্দ্রীয় বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
এলডিপির কর্মসূচি:
সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এলডিপিতে যোগদান করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
ডিএসসিসির কর্মসূচি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৬০০ জন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে সকাল সাড়ে ৭টায় যাত্রাবাড়ী ফ্লাইওভার টোল প্লাজা সংলগ্ন জায়গায় ব্রিফ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
রাজউক চেয়ারম্যানের কর্মসূচি:
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণ বিষয়ক এলাকাবাসী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। বিকেল ৪টায় নাজনীন স্কুল এন্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হবে।