অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সফরে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন।
সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকুতে অবতরণ করে বলে নিশ্চিত করেছে প্রেস উইং।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১১টায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ১১-১৪ নভেম্বর আজারবাইজানে সরকারি সফরে থাকবেন।