আজহারুল ইসলামকে মুক্তি দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল

009c1dc6-2eb2-4769-8cf4-6d3a2996e433.jpg
নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ও দাড়িপাল্লার প্রতীক ফিরিয়ে দিতে আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদীর নেতৃত্বে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে এ দাবি করেন।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র ও পিরোজপুর ০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, যে প্রত্যায় নিয়ে ৫ আগস্ট বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল, যে প্রত্যয় নিয়ে বাংলাদেশের ২য় স্বাধীনতা এসেছিল তার স্বাদ আমরা এখনো পাইনি, সেই প্রত্যায়ের ব্যত্যয় হয়েছে।

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কে এখনো মুক্তি দেয়া হয়নি, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি, জামায়াতের প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হয়নি। যদি তাই হতো তাহলে আজকে আমাদেরকে আজহারুল ইসলামকে মুক্তির জন্য রাজপথে নামতে হতো না।

তিনি আরে বলেন, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।

জনাব মাসুদ সাঈদী আরো বলেন, আওয়ামী শাসনামলে ওই কুলাঙ্গার বিচারপতি শাহাবুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশনের নামে একটি কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।চুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে না।

যতক্ষণ পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হবে, ততক্ষণে আমরা রাজপথে আন্দোলন করে যাব। আজহারুল ইসলামকে মুক্ত করেই ছারবো ইনশাল্লাহ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের পাশে সাঈদী ফাউন্ডেশনে গিয়ে মিছিল শেষ হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব তাফাজ্জল হোসাাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সেক্রেটারি মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবি বিভাগের জেলা সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ ও শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

Leave a Reply

scroll to top