সায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আবারও রাজধানীর সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে টানা দ্বিতীয় দিনের মতো ওই এলাকা অবরোধ করেন তারা। রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানচলাচল।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় যানজট না করে, শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানালেও সে কথা মানছেন না শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে, একই দাবিতে ৩ দিন সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। পরে তারা তিন দফা দাবি জানিয়ে সেগুলো পূরণের জন্য আল্টিমেটাম দেন।