আকাশে উড়ছে জুলহাসের তৈরি উড়োজাহাজ

New-Project-2025-03-04T174609.301.jpg
নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যুবক জুলহাস। এরইমধ্যে দেশের পরিচিত মুখ হয়ে গেছেন তিনি। এর কারণ নিজেই বানিয়েছেন একটি উড়োজাহাজ। তার তৈরি উড়োজাহাজ উড়ছে আকাশে। এরইমধ্যে ৫০ ফুট উঁচুতে উড্ডয়ন করাতে সক্ষম হয়েছেন জুলহাস।

জেলা প্রশাসকের উপস্থিতিতে মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার জাফরগঞ্জ যমুনার পাড়ে এ উড্ডয়ন দেখতে উৎসুক জনতার ঢল নামে। তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লা ছেলে জুলহাস রহমান (২৮)।

জানা যায়, পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলসাহ পঞ্চম। সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে তিনি ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি তিনি চার বছরের চেষ্ঠায় নিজেই অলট্রা লাইট বিমান তৈরি করেন এই যুবক। যা দেখতে যমুনার পাড়ে হাজারো দর্শনার্থীর জড়ো হয়।

তার সাথে কথা বলে জানা গেছে, শখের বসে তিনি প্রায় ৩ বছর পূর্বে একটি খেলনা বিমান তৈরি করে আকাশে উড়েয়ে ছিলেন। সেই থেকেই শখ আর পূরনও করে দেখালেন তিনি। কিন্তু তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজেই ড্রাইফ করে আকাশে উড়িয়েছেন বিমানটি। এটি তার ২য় বিমান তৈরি এবং বিমানের মেটেরিয়াল তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন জুলহাস।

তবে, তার গত চার বছরে এই কাজের পেছনে তার প্রায় ৮/১০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে তিনি জেলা প্রশাসকের কাছ থেকে একটি আর্থিক সহযোগিতা পেয়েছেন।

তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, জুলসাহ এলাকার কৃতি সন্তান। তার কাজ প্রশংশনীয়। স্বল্প শিক্ষিত একজন ছেলে টেকনিক্যালি কোন প্রশিক্ষণ নেই এবং কখনো প্লেনে না উঠেও নিজের প্লেন তৈরি করে নিজের অবতরণ করল। বর্তমান সরকার ও যথাযর্থ কর্তৃপক্ষ যদি জুলহাসকে সহযোগিতা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাহলে দেশীয় প্রযুক্তিতে এমন প্লেন তৈরি করে দেশ ও জাতিকে সম্মানের সঙ্গে আরও এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস।

উদ্ভাবনী এই কাজের প্রশংসা করে মানিকগঞ্জ জেলা প্রশাসক ডা. মনোয়ার হোসেন মোল্লা জানান, এমন উদ্ভাবনী কার্যক্রম তিনি অভিভূত। তার সঙ্গে যোগাযোগের পর আজ তার এলাকায় এসে তাকে প্রণোদনা এবং সরকারি সহায়তার দেওয়া যায় কিনা সে বিষয়ে চেষ্টা ও এই প্রযুক্তি বিকাশে প্রশাসন তার পাশে থাকবে।

Leave a Reply

scroll to top