স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অপরাধীদের বিচার এবং আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন ঢাবি শিক্ষার্থী মোঃ ওমর ফারুক (ইইই ডিপার্টমেন্ট, ফজলুল হক মুসলিম হল) এবং মো: আবু সাঈদ ইসলাম
(দর্শন বিভাগ, সূর্যসেন হল)।
গত বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এই আমরণ অনশনে বসেন তারা। অনশনে যাওয়ার বিষয়ে আবু সাঈদ বলেন, “আমরা যদি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারি তাহলে আর কখনোই নিষিদ্ধ করা সম্ভব হবে না। আমাদের কে ভালবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশকে বাঁচানোর তাগিদেই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে অনশনরত আরেক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, “আওয়ামীলীগ বিগত ১৬ বছর যাবৎ হত্যা মামলা গুম খুন করে এসেছে। সেই ১৬ বছর কোনো ধরনের বিচার হয়নি।মূলত হাসিনা বিচার ব্যবস্হা কে ধ্বংস করে রেখেছিলো।আবার ২৪ এর আন্দোলনে আমাদের ২ হাজার তাজা প্রাণের বিনিময়ে নতুন করে স্বাধীন হয়েছি।তবুও আমরা ছাত্র হত্যা সহ বিগত ১৬বছরের বিচার গুলোর কোনো বিচার হয়নি।বরং বিচারের নামে চলছে প্রহসন।কিছু দিন পর পর কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে আবার ১৫-২০ দিন যেতেই জামিন পাই।সাধারণ একটা মানুষ হত্যার আসামি হলে তাকে অনেক দিন যাবৎ জেলে রাখা হয়।কিন্তু ২ হাজার মানুষ হত্যাকারীর একজনকেও কি আপনারা যথাযথ বিচার করতে পারছেন??”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ছাত্রলীগ কর্মীদের যথাযথ বিচারের ব্যবস্থা না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ হামলা করলে মাননীয় ভিসি মহোদয় কয়জন কে বিচারের আওতায় এনেছেন?কত জন শিক্ষক ছাত্রলীগে বহিষ্কার হয়েছে? সুতরাং আওয়ামীলীগের বিচার এবং নিষিদ্ধ ছাড়া আমরা অনশন ভাংবো না। অনশন চলছে চলবে।”
তাদের সাথে কথা বলে জানা যায় তাদের অনশনের প্রতি সমর্থন জানিয়েছে ক্যাম্পাসের ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন। প্রশাসন থেকে তাদের সাথে যোগাযোগ করা হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া তারা অনশন ভাঙবেন না বলে জানিয়েছেন তারা।