শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী নেতাকর্মী ও সমর্থকদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করছে বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতা।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত ১৫ জনকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও ছাত্র-জনতা।
এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন।
শহীদ নূর হোসেন দিবস স্মরণে ও অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রোববার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।