স্বৈরাচারী আওয়ামীলীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবীতে গতকাল রাত ২ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও রাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। প্রকৃতপক্ষে মিছিল টি ক্যান্টনমেন্ট থেকে আওয়ামীলীগ পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
এইসময় প্রতিবাদী শিক্ষার্থীরা,সেইম সেইম ক্যান্টনমেন্ট ,ইনকিলাব জিন্দাবাদ , আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না , আওয়ামী লীগের চামড়া তুলে নেবো আমরা, একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর, ইত্যাদি স্লোগান দেয়।
রাবি জুলাই আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন: ফ্যাসিস্ট আওয়ামী লীগ কে দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং জুলাই গণহত্যার বিচারের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
রাবির আরেকজন সমন্বয়ক মেহেদী সজিব বলেন: স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে চেষ্টা চলছে তা আমরা বিপ্লবী ছাত্র জনতা কঠোরভাবে দমন করবো। যারা আওয়ামী লীগ কে সমর্থন করে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে।
বিক্ষোভ মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল পাড়া প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে জোহা চত্বরে এসে শেষ হয়।