আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

New-Project-16-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এছাড়া গুলিস্তানের জিরো পয়েন্টেও উপস্থিত রয়েছেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে। বিজিবির সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া টহল দিচ্ছে বিজিবির গাড়ি।

Leave a Reply

scroll to top