আইসিসি ২০২৪ সালের টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশ ঘোষণা, যায়গা পেল ৪ ভারতীয়

New-Project-66-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আইসিসি ২০২৪ সালের টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি।  যেখানে অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের ওডিআিই ও টেস্ট কাপ্তান রোহিত শর্মা। রোহিত শর্মা ছাড়াও যায়গা পেয়েছে আরো ৩ ভারতীয় ক্রিকেটার। এই একাদশ করা হয়েছে  গত বছরে টি-টোয়েন্টিতে সেরা পারফরম্যান্স প্রদর্শন দেখে।

৩ ভারতীয় ক্রিকেটার হলো হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং। এছাড়াও ১ জন করে খেলোয়ার যায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের ।ভারতের রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

এছাড়াও আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের ফিল সল্ট , পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা , আফগানিস্তানের রশিদ খান, উইন্ডিজের নিকোলাস পুরান এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা ।

তবে এতে যায়গা হয়নি কোন বাংলাদেশির। ফলে টেস্ট,ওডিআই ও টি-২০ আইসিসি বর্ষসেরা একাদশ ২০২৪ এ কোন  বাংলাদেশির যায়গা হলো না।

একনজরে আইসিসি ২০২৪ সালের টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশ:

রোহিত শর্মা(অধিনায়ক), ট্রাভিস হেড,ফিল সল্ট,বাবর আজম, নিকোলাস পুরান(উইকেটরক্ষক),সিকান্দার রাজা,হার্দিক পান্ডিয়া, রশিদ খান,ওয়ানিন্দু হাসারাঙ্গা,আর্শদীপ সিং,জাসপ্রীত বুমরাহ ।

Leave a Reply

scroll to top