আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

New-Project-2025-01-04T024308.323.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার রাজধানীর আদাবর থানাধীন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে  রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুটিং ইউনিট থেকে জানা গেছে, নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।

অভিনেতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে নির্মাতা ও প্রযোজক দীপু হাজরা বলেন, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

চিকিৎসকের বরাত দিয়ে দীপু জানান, বড় ধরনের বিপদ এড়াতে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তার চিকিৎসা চলছে। এখন তার অবস্থা অনেকটা ভালো। দুই এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

Leave a Reply

scroll to top