আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

New-Project-84.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে।

শুক্রবার (২৯ নভেম্বর) নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন।

এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের বড় ভাই আলম আরেকটি মামলা করেছেন। ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এ মামলাটিও কোতোয়ালি থানায় করা হয়েছে। আলিফ হত্যার ৫ দিন পর হত্যা মামলা করলো নিহতের বাবা ও বড় ভাই। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

Leave a Reply

scroll to top