পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর এ তথ্য জানান।
বৃহস্পতিবার সকালে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
আর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্বভার গ্রহণ করেছেন।
আইজিপি পদে বাহারুল আলমের নিয়োগের বিষয়ে বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আইজিপি পদে মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার হিসেবে সাজ্জাত আলীকে নিয়োগ দেওয়া হয়।