ইসলামী নলেজ সিকার্স অফ সাস্ট (Islami Knowledge Seekers of SUST, IKSS) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ মুসলিম শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। সূচনালগ্ন থেকেই শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মৌলিক ইসলামি জ্ঞানচর্চা ও এ সম্পর্কে সচেতন করে তুলতে কাজ করতে যাচ্ছে সংগঠনটি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এতে প্রতিবছর ভর্তি হওয়া হাজারো শিক্ষার্থী নিজেদের মেধার বিকাশ ঘটান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান। কিন্তু বস্তুবাদী এ শিক্ষাব্যবস্থায় চাপা পড়ে যায় ইসলামি জ্ঞান অর্জনের সুযোগ। মুসলিম হয়েও ইসলামি জ্ঞান থেকে দূরে থাকেন বহু মুসলিম শিক্ষার্থীরা। ফলে শিক্ষাজীবন, কর্মজীবনসহ জীবেনর প্রতিটি ক্ষেত্রে ইসলামের সঠিক নির্দেশনার অনুসরণ সম্ভব না হওয়ায় নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়, অন্যের হক সম্পর্কে সচেতনতার অভাব, মাদকাসক্তি ইত্যাদি বিভিন্ন সমস্যা সমাজে বেড়েই চলেছে।
এ বাস্তবতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মুসলিম জীবনে ইসলামি জ্ঞানের চর্চা কতটুকু জরুরি। কুরআন ও হাদিসে ইসলামি জ্ঞান অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। কুরআন অবতীর্ণ হওয়ার শুরুটাই “পড়ো” শব্দ দিয়ে। এখানেই গুরুত্বটা অনুধাবন করা যায়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরয”। ইসলামের মৌলিক জ্ঞান অর্জন ছাড়া কেউই পারবে না দুনিয়া ও আখিরাতে সফল হতে। তাই ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান মানতে ও উদ্ভূত সামাজিক সমস্যা দূরীকরণে ইসলামি জ্ঞানের সঠিক বিকাশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে এ সংগঠন।
বিগত বছরগুলোতে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে হয়েছে নানা আয়োজন, কোনোটা হচ্ছে নিয়মিত আবার কিছু হয়েছে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে। প্রতি মাসের ২য় সপ্তাহে বিশ্ববিদ্যালয়েরর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় ইসলহি মাহফিল যেখানে মাগরিব থেকে এশা পর্যন্ত একজন আলেম কুরআন হাদিসের আলোকে কিছু দিকনির্দেশনা প্রদান করেন। প্রতি বছর রমজানকে কেন্দ্র করে চলে ইসলামি কুইজ প্রতিযোগিতা ও রামাদান ওয়ার্কশপ। সংগঠনের মূল কমিটিতে নিযুক্ত সদস্যদের জন্যও আয়োজিত হয় ইসলাহি মাহফিল যাতে তারা নিজেরাও ইসলামি জ্ঞানের আলোকে আলোকিত হতে পারেন।
অতি সম্প্রতি এ সংগঠন উপহার দিয়েছে শাবিপ্রবির ইতিহাসে আয়োজিত প্রথম ইসলামিক কনফারেন্স যা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রণ জানানো হয়েছিলো দেশের বিভিন্ন জায়গা থেকে আগত বরেণ্য উলামায়ে কেরামদেরকে। এতে আলোচনা করা হয় কুরআন, হাদিস, ইসলামের ইতিহাসসহ বিভিন্ন দিক। এর আগে এই আয়োজনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং IKSS ট্যালেন্ট হান্ট। কুইজ প্রতিযোগিতায় মোট ৬ জনকে এবং ট্যালেন্ট হান্ট থেকে তিলাওয়াত, আযান, ইসলামি নাশিদ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ৩ জন করে দেয়া হয় পুরষ্কার।
ইসলামি জ্ঞানের পাশাপাশি একজন শিক্ষার্থীর প্রয়োজন একাডেমিক পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সফল ক্যারিয়ার গড়তে দরকার কারিগরি ও যুগোপযোগী দক্ষতাভিত্তিক জ্ঞানের। সে লক্ষ্যে নবীন শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন হয় যাতে এগুলো সম্পর্কে তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদানের সুযোগ তৈরি করতে নতুন গড়ে উঠা এই সংগঠনের রয়েছে পরিকল্পনা যা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। প্রয়োজন যথাযথ সহযোগিতা ও সদিচ্ছা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে থাকা বিভিন্ন ক্লাব ও সংগঠন থেকে ব্যতিক্রমী এই সংগঠন চায় শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চার দ্বার উন্মোচিত করতে যেখানে তারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইসলামি জ্ঞানে দক্ষতা অর্জন করবে, সংগ্রহ করবে দুনিয়া ও আখিরাতে সফলতার সর্বোত্তম পাথেয়।