অর্থ বিভাগের স্বতন্ত্র ইন্টারনাল অডিট ইউনিট স্থাপন

New-Project-65-1.jpg
নিজস্ব প্রতিবেদক

অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার বলেছেন, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানসমূহে আর্থিক ঝুঁকি হ্রাস এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভ্যন্তরীণ অডিটিং এর গুরুত্ব বিবেচনা করে অর্থ বিভাগের স্বতন্ত্র ইন্টারনাল অডিট ইউনিট স্থাপন করেছে, যা আগামী সপ্তাহ থেকে সম্পূর্ণ কার্যকর হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) মানিকগঞ্জে “ইন্টারনাল অডিটিং জার্নি ইন পাবলিক সেক্টর” বিষয়ক স্টেকহোল্ডারদের পরামর্শ কর্মশালায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার বলেন, আর্থিক ব্যবস্থাপনা শুধু অর্থ মন্ত্রণালয়ের কাজ নয়, সরকারের সকল ব্যয় নির্বাহী প্রতিষ্ঠানও এর সাথে যুক্ত। তাই অর্থ মন্ত্রণালয় পাঁচটি ‘হাই স্পেনর্ডি ডিপার্টমেন্ট’, যেখানে প্রকিউরমেন্ট বেশী হয় – প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরে অভ্যন্তরীণ অডিটিং পাইলটিং হচ্ছে। এ উদ্যোগ সুদূর প্রসারী হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চালু করার জন্য সরকার কাজ করেছেন।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনটি সভাপতিত্ব করেন সিরাজুন নূর চৌধুরী, অতিরিক্ত সচিব, বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা অর্থ বিভাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আব্দুল হাকিম, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সৈয়দ মঈনুল হাসান, প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর। বিলকিস জাহান রিমি, অতিরিক্ত সচিব (বাজেট-১) ও জাতীয় কর্মসূচি পরিচালক, স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস) অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন। ভোট-অব-থ্যঙ্কস প্রদান করেন মুন্সী আব্দুল আহাদ, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ।

সিরাজুন নূর চৌধুরী বলেন, ইন্টারনাল কন্ট্রোল স্থাপন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইন্টারনাল অডিটের গুরুত্ব অপরিসীম। মো. শফিকুল ইসলাম বলেন, সিস্টেম ডিজিটাইজড করার পাশাপাশি এই সিস্টেম ব্যবহারকারী, বিশেষকরে ভেন্ডারদের দক্ষতার বিষয়টিও ভাবতে হবে। ড. মো. আব্দুল হাকিম বলেন, ইন্টারনাল অডিট বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন খুবই জরুরী।

বিলকিস জাহান রিমি বলেন, ইন্টারনাল অডিট ম্যানেজমেন্টের ‘থার্ড আই’ হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে সরকারি বিধিবিধান অনুসরণ করে আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে কিনা তা জানা যায়। সরকারি পর্যায়ে আমরা পাঁচটি ‘হাই স্পেনর্ডি ডিপার্টমেন্ট’ – প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অভ্যন্তরীণ অডিটিং এর বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা করেন, মোহাম্মদ আজাদ ছাল্লাল, যুগ্মসচিব, অর্থ বিভাগ, মো. রফিকুল ইসলাম, যুগ্মসচিব ও প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কোঅর্ডিনেটর, এসপিএফএমএস এবং মোহাম্মদ শওকত উল্লাহ উপসচিব, অর্থ বিভাগ।

Leave a Reply

scroll to top