অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার পোস্ট, যা লিখলেন

New-Project-48.jpg
নিজস্ব প্রতিবেদক

বহুদিন ধরেই শোনা যাচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই এর বিবাহবিচ্ছেদের গুঞ্জন। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যই করেননি তারকা দম্পতি। এদিকে এই গুঞ্জনের মাঝেই মধ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) ৪৯-এ পা রেখেছেন জুনিয়র বচ্চন।অভিষেককে ৪৯তম জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী’। কী লিখেছেন তিনি ?

 

জুনিয়র বচ্চনের ছেলেবেলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে ছোট্ট অভিষেককে ট্রাইসাইকেল চালাতে চালাতে ক্যামেরার পোজ দিতে দেখা যাচ্ছে।পোস্টের ক্যাপশানে ঐশ্বরিয়া লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন, সুখ, সুস্বাস্থ্য, ভালোবাসা ও আর আলোক উজ্জ্বল জীবন দিক।’

 

 

 

ঐশ্বরিয়ার এই পোস্ট আসার পরেই শান্তির শ্বাস ফেলেছেন তার অনুরাগীরা। সম্পর্ক যে টিকে আছে সেই বার্তাই যেন স্পষ্ট জানিয়ে দিলেন ঐশ্বরিয়া। উল্লেখ্য, গত বছরের শুরু থেকেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে অভিষেকের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ায় আপাতত মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন তারা।

নিন্দুকেরা এটাও বলছে, যতই সম্পর্ক খারাপ থাকুক না কেন বচ্চনদের রীতি মেনে আপাতত বিচ্ছেদের পথে হাঁটবেন না তারা। এসব আলোচনার মাঝেই স্বামীর জন্মদিনে মিষ্টি উইশ করতে দেখা গেল অভিষেকপত্নীকে

Leave a Reply

scroll to top