অভিনেত্রীকে ম্যানহোলে ফেলে সিমেন্ট দিয়ে সিল করা হয়

New-Project-18-5.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ভারতের হায়দরাবাদে ছোট পর্দার অভিনেত্রী কুরুগান্তি অপ্সরাকে হত্যার দায়ে এক পুরোহিতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৩ সালের জুন মাসে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি হলেন পুরোহিত আইয়্যাগারি ভেঙ্কটা সাই কৃষ্ণ।

তদন্তে জানা গেছে, অভিনেত্রী অপ্সরা তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সাই কৃষ্ণ আগে থেকেই বিবাহিত ছিলেন। এরপরও তিনি অপ্সরাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কথা না রাখায় অভিনেত্রী তাকে বিয়ের জন্য জোর করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে পুরোহিত তাকে হত্যা করেন।

হত্যার পর অপ্সরার দেহ একটি ম্যানহোলে ফেলে দিয়ে সেটি লাল মাটি ও সিমেন্ট দিয়ে সিল করে দেন সাই কৃষ্ণ।

গত বুধবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ রুপি জরিমানা করেছেন। এর মধ্যে ৯.৭৫ লাখ রুপি দেওয়া হবে নিহত অভিনেত্রীর পরিবারকে, বাকি ২৫ হাজার রুপি জমা দিতে হবে আদালতে।

Leave a Reply

scroll to top