একের পর এক হিট ছবি। বলিউডের যোগসূত্র না থেকেও নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতা তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে। এক যুগের ক্যারিয়ারে বক্স অফিসে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের জনপ্রিয় মুখ বিক্রান্ত ম্যাসি। কিন্তু হঠাত্ই অভিনেতা নিলেন কঠিন সিদ্ধান্ত। ক্যারিয়ারের শিখরে উঠার পরই অভিনয় ছাড়ার ঘোষণ দিয়েছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত এই অভিনেতা। ২০২৫ সালেই শেষ বারের মতো পর্দায় দেখা যাবে তাকে।
সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে বিক্রান্ত লিখেছেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে। এবং একজন অভিনেতা হিসেবে।
তিনি আরও লিখেছেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।
এদিকে বিক্রান্তের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তার ভক্ত এবং সহকর্মীরা। অনেকেই তাদের ধাক্কা ও হতাশা প্রকাশ করেছেন। একজন লেখেন, ‘কেন এমন সিদ্ধান্ত? আপনার অভিনেতা এখন খুব কমই আছে। আমাদের কিছু ভালো সিনেমা দরকার।’ আর একজন লেখেন, ‘সাজানো ক্যারিয়ারকে পিছনে ফেলে দিচ্ছেন।’ অন্য একজন লেখেন, ‘এই খবর যেন সত্যি না হয়।’