এবার অভিনয় ছাড়া নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সম্প্রতি ইউটিউব চ্যানেল দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াতে সাক্ষাৎকারে আমির জানিয়েছেন ৭০ বছর বয়সে অবসরে যেতে চান তিনি!
বছর দূয়েক আগে আমির খার অভিনীত ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিসে ভরাডুবির পর অভিনয় ছাড়তে চেয়েছিলেন আমির খান। চেয়েছিলেন আর দশটা সাধারণ মানুষের মতোই পরিবারের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে। তবে সাবেক স্ত্রী কিরণ রাও, সন্তান জুনায়েদ খান আর তার প্রযোজনা সংস্থার কর্মীদের অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করেন এই অভিনেতা।