অবশেষে স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি

New-Project-36-1.jpg
নিজস্ব প্রতিবেদক

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি হঠাৎ করেই আড়ালে চলে যান। এরপর শোবিজের কারো সঙ্গে কিংবা কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। এর পরই গুঞ্জন চাউর হতে থাকে যে গোপনে বিয়ে করে সংসার করছেন এই নায়িকা।

অবশেষে খোঁজ নিয়ে জানায়, বিয়ে করে সংসারী হয়েছেন চিত্রনায়িকা পপি। স্বামী আদনান উদ্দিন কামাল। তাদের সংসারে আছে ৪ বছরের একটি পুত্র সন্তানও। নাম আয়াত। বর্তমানে স্বামীকে নিয়ে খুলনাতেই অবস্থান করছেন এই চিত্রনায়িকা। আর ঢাকায় তার বসবাস ধানমন্ডির ১৩-এ নম্বর রোডের একটি বাসায়।

গতকাল সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। অভিযোগ করা হয়, পপি তার বাবার (আমির হোসেন) জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাই-বোনদের মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি।

Leave a Reply

scroll to top