অপারেশন ডেভিল হান্টে রাঙ্গাবালীতে আ’লীগ কর্মী গ্রেফতার

New-Project-66.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অভিযান চালিয়ে  আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে গতবছরের ৮ সেপ্টেম্বর রাঙ্গাবালী থানায় ১৬৯ জনের বিরুদ্ধে  দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে রাশেদকে গ্রেফতার দেখানো হয়।

রাশেদ রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনি গ্রামের আব্দুল বারেক চৌকিদারের ছেলে। সে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল।

Leave a Reply

scroll to top