অপহরনের ৬ দিন পর নাসিরনগরের যুবক ঢাকা থেকে উদ্ধার, গ্রেফতার ৫

New-Project-9-6.jpg

অপহরনের ৬ দিন পর নাসিরনগরের যুবক ঢাকা থেকে উদ্ধার, গ্রেফতার ৫

২৪ ঘণ্টা বাংলাদেশ ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজার থেকে ফিল্মী কায়দায় অপহরনের ৬ দির পর নাটকীয়ভাবে অপহৃত নয়ন দাসকে (২৬) ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের অভিযানে অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ভোরে রাজধানী যাত্রাবাড়ী এলাকা থেকে নয়নকে উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ১৬ মার্চ সকাল ৯ টা ৫৮ মিনিটে ফান্দাউক বাজারের নিজ দোকান হতে ডেকে বের করে ১টি মাইক্রোবাসে তুলে নয়নকে অপহরন করে নিয়ে যায় অপহরনকারীরা। ঐ দিনই রাতে নয়নের বাবা রামু দাস বাদী হয়ে নাসিরনগর থানায় অভিযোগ দায়ের করেন। বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে নয়ন অপহরনের খবর। নয়নের পরিবার ও এলাকায় বিরাজ করে ব্যাপক আতঙ্ক। এরই মধ্যে অপহরনকারীরা নয়নের পরিবারের কাছে নির্যাতনের ছবি ও অডিও পাঠিয়ে এবং বিভিন্ন হুমকি ধমকি দিয়ে নয়নের পরিবার থেকে আদায় করে নিয়েছেন বেশ কিছু টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, অপহরণের পর থেকে চক্রটি নয়নের পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বলে, মুক্তিপণের টাকা ১৭ মার্চ সকালের মধ্যে দিতে হবে, না হলে নয়নকে আর ফিরিয়ে দেওয়া হবে না।

এদিকে ঘটনাটি জানার পর থেকেই নয়নকে উদ্ধারে অভিযানে নামে নাসিরনগর থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ছয়দিন পর ভুক্তভোগীকে উদ্ধার করে তারা। এর মাঝেই শুক্রবার ভোর রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে অপহরনে জড়িত ৫ ব্যাক্তিসহ নয়নকে উদ্ধার করে পুলিশ।

নাসিরনগর থানার ওসি খায়রুল ইসলাম বলেন, ‘নয়ন দাসকে উদ্ধার করা হয়েছে। তাকে মারধর করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। অপহরনে জড়িত ৫ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে । আমাদের প্রস্তুতি চলছে এ ব্যাপারে ব্রাহ্মনবাড়িয়ায় এসপি স্যার বিস্তারিত ব্রিফিং করবেন “ ।

Leave a Reply

scroll to top