অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিও যাতে প্রতিশ্রুতি রাখতে পারে সেই আশা করি।
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’ সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সেই কামনা করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘গেলো ১৫ বছর আর এবারের ঈদের মধ্যে অনেক পার্থক্য। কারণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ।’ খালেদা জিয়া ও তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন তিনি সেই দোয়া করেন।