অন্তর্বর্তী সরকার দ্রুতই জনগণের হাতে ক্ষমতা দেবে- আশাবাদী মির্জা আব্বাস

New-Project-2024-12-15T233123.747.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি স্বাগত জানান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আশা করি, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন। কিন্তু বিএনপি ধারনা নয়, নির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছে।

এর আগে সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ভাষণে ড. মুহাম্মদ ইউনূস জানান, ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Leave a Reply

scroll to top