রংপুর মেডিকেল কলেজে নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আগামী বুধবার থেকে রংপুর মেডিক্যাল কলেজ কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীর ব্যানারে এ ঘোষণা দেয়া হয়।
অপরদিকে অধ্যক্ষ মাহফুজার রহমানকে বহাল রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে আরেক পক্ষ। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে সচেতন রংপুরবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।