ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চালকরা। এতে করে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মহাখালীতে রেললাইন অবরোধ করায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী।
রাজধানীর এহেন পরিস্থিতি সাধারণ মানুষের ভোগান্তি যখন চরমে তখন আর এই বিষয়ে চুপ থাকতে পারলেন না ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিলয় বলেন, অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা।
নিলয় লিখেছেন, ‘অটো রিকশা ইমেপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে।ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটো রিকশাকে নিয়ে কেনো এই ছিনিমিনি খেলা!’
গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। এরপরই আন্দোলনে নামেন অটোরিকশা চালকরা।