‘অটোপাসের’ দাবিতে অবরুদ্ধ ঢাকা বোর্ড চেয়ারম্যান

New-Project-9-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বৈষম্য করা হয়েছে দাবি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীদের একাংশ। অনুষ্ঠিত হওয়া এইচএসসি’র সাতটি বিষয়ে অটোপাসের দাবিতে তাদের আটকে রাখা হয়েছে বলে এক গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

রবিবার সন্ধ্যায় অধ্যাপক তপন কুমার বলেছেন, যারা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি তারা অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোতেও অটোপাস দাবি করেছেন। আমার রুমসহ বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করেছেন। আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি। সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দেখা যাক কি হয়।

এর আগে সকাল ১১টা থেকে বোর্ড ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন কর্মচারীরা। দুপুর ২টার দিকে তালা ভেঙে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সাথে হাতাহাতি গুরুতর আহত হন কয়েকজন শিক্ষার্থী। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

scroll to top