চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় তাওহিদ হৃদয় ও জাকের আলির ১৫৪ রানের পার্টনারশিপে ভারতের সামনে ২২৯ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।
এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টসে জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারের শেষ বলে কোনো রান না করে আউট হন সৌম্য সরকার। পরের ওভারে আবারও উইকেট হারায় টাইগাররা। এবার হারসিত রানার বলে ০ রানে সাজঘরে ফেরেন শান্ত। মেহেদী হাসান মিরাজও প্রত্যাশা পূরণে ব্যর্থ এদিন। ৫ রান করে মোহাম্মদ শামির দ্বিতীয় শিকারে পরিণত হন মিরাজ। শুরুটা ভালো করেও বড় রান করতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। ২৫ রান করে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেলের বলে। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ফিরেছেন তার পরের বলেই।
বিস্তারিত আসছে…..