সিনেমার গানে ফিরলেন মিলা

mila-.webp
মো: আল মামুন

বাংলাদেশের জনপ্রিয় পপতারকা মিলা ইসলাম। তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও একসময় গান থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। দীর্ঘদিন গানের ভুবনে অনুপস্থিত ছিলেন এই পপ গায়িকা। এরপর ব্যক্তিগত জীবনে শুরু হয় তার নানা সমস্যা। এই সমস্যা কাটিয়ে আবারও গানে নিয়মিত হয়েছেন মিলা। বর্তমানে নিয়মিত স্টেজে শোর পাশাপাশি মৌলিক গান নিয়েও কাজ করছেন তিনি। 

এবার মিলা তার ভক্তদের সুখবর দিলেন। আর তা হলো সিনেমার গানে ফিরেছেন তিনি। অডিও গানে একসময় রাজত্ব করা মিলা তার ক্যারিয়ারে খুব বেশি সিনেমার গানে কণ্ঠ দেননি। তবে হাতে গোনা যে কটি সিনেমার গান কণ্ঠে তুলেছেন প্রায় সবগুলোই পরিচিতি পেয়েছে শ্রোতাদের কাছে। এবার সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুর ও সংগীতে ৮ বছর পর সিনেমার গানে কণ্ঠ দিলেন মিলা। সম্প্রতি গানটি রেকর্ডিং হয়েছে। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’–এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। গানটি তৈরি হয়েছে ‘ইনসাফ’ সিনেমার জন্য। এটিই ইনসাফ সিনেমার টাইটেল গান।

নতুন গানটি প্রসঙ্গে মিলা বলেন, ‘অনেক দিন পর প্লে-ব্যাক করলাম। খুব ভালো লেগেছে। এটা মেয়েদেরই গান, এনার্জেটিক একটা ফিল আছে গানটিতে। আমি যে ধরনের গান করি এটা একদমই সে রকম ঘরনার গান। শওকত আলী ইমন ভাইয়ের সঙ্গে আগেও আমার অনেক কাজ হয়েছে। এই সিনেমার মাধ্যমে আবারও ওনার সঙ্গে কাজ করা হলো। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

মিলা আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে খুব বেশি সিনেমার গান গাওয়া হয়নি। এর আগেও শওকত আলী ইমন ভাইয়ের সঙ্গে সিনেমার গান করেছি। সে গানগুলোর জন্য শ্রোতাদের কাছে ভালো সাড়া পেয়েছি। আবারও যেহেতু সিনেমার গানে ফিরলাম, এখন থেকে সুযোগ পেলে নিয়মিত গান করব। সিনেমার গানে আলাদা একটা আবেদন আছে। সিনেমার গান সহজেই শ্রোতাদের কাছে ছড়িয়ে যায়। আমার কাছে এখন প্লে-ব্যাকের প্রস্তাবও কম আসে। এটারও কারণ আছে। অনেকেই হয়তো জানেন না সে জন্য এখন অ্যাপ্রোচ কম করে।

মিলা সর্বশেষ ২০১৮ সালে ‘মনে রেখো’ সিনেমায় ‘বেয়ারা প্রেম’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। আর তাকে সিনেমার গানে পাওয়া যায়নি। মিলা বর্তমানে বেশ কিছু নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Leave a Reply

scroll to top