সাইফের উপর হামলা নিয়ে সন্দেহ প্রকাশ ভারতীয় রাজনীতিবিদের

New-Project-38-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বিগত দুই সপ্তাহ ধরেই বিনোদন এবং বিনোদনের বাইরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বলিউড অভিনেতা সাইফ আলী খানের নিজ বাড়িতে তার উপর গুরুতর হামলা। মুম্বাইয়ের বান্দ্রার মতো অভিজাত এলাকায় নিজ বাড়িতেই ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা। তবে দিন দুয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আর সেদিন হাতে একটা ব্যান্ডেজ ছাড়া তেমন চোট দেখা যায়নি। সাইফকেও দেখা গিয়েছিল বেশ স্বতস্ফূর্ত। আর তাতে এই হামলার ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন শিবসেনার প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম।

হামলার ঘটনার চারদিন পর মঙ্গলবার সাইফ যখন বাড়িতে পৌঁছান, তখন পরনে সাদা শার্ট, জিন্‌স। বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। হাসপাতাল থেকে বের হয়েই পাপারাজ্জিদের উদ্দেশে হাতও নাড়েন তিনি।

চিকিৎসকদের দাবি অনুযায়ী দুটি গভীর ক্ষতসহ ছয়টি ক্ষত ছিল সাইফের শরীরে। শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চির ছুরির ফলা এবং সেটির ছবিও প্রকাশ করেছেন ডাক্তাররা। হাসপাতালে ভর্তির পর প্রায় ছয় ঘন্টা ধরে অস্ত্রোপাচার হয় তার।প্রায় ৫ দিন হাসপাতালেই চিকিৎসা চলে নায়কের।

অভিনেতার বাড়ি ফেরার সময় আপাতদৃষ্টিতে অনেকেরই সুস্থ মনে হয়েছে তাকে। যা দেখে প্রশ্ন তুলেছেন সঞ্জয় নিরুপম। তার মতে এতগুলো ক্ষতের চিকিৎসার এত দ্রুত কিভাবে হয়। তিনি প্রশ্ন করেন, ‘যার এমন একটা অস্ত্রোপচার হয়েছে, তিনি কীভাবে এমন নাচতে নাচতে বাড়ি ঢুকলেন?’

তিনি সাধারণ মুম্বাইবাসী হিসেবে জানতে চান, ‘আমার একটা সরল প্রশ্ন, চিকিৎসাবিজ্ঞান এতটাই উন্নতি করেছে যে সাইফ একেবারে নাচতে নাচতে বাড়ি ফেরেন! আমার মনে হয়, পরিবারের তরফ থেকে জানানো উচিত, ঠিক কতটা আহত হয়েছিলেন তিনি। সাইফ এমনভাবে হাসপাতাল থেকে বেরোলেন, যেন কিছুই হয়নি!’

শুধু তা-ই নয়, চিকিৎসকদের কাছেও প্রশ্ন করেছেন এই প্রাক্তন সংসাদ। তার কথায়, ‘যার ৬ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে, তিনি চার দিনে চাঙ্গা হয়ে গেলেন কীভাবে?’

তবে শুধু সঞ্জয় নয় সাইফের বাড়ি ফেরার সময় দেখার পর এই সন্দেহ গেথেছে অনেক ভক্তের মতেও। অনেকের দাবি পুরো বিষয়টি ঠিকঠাকভাবে প্রকাশ করেননি সাইফ এবং তার পরিবার।

Leave a Reply

scroll to top