সরকারি বই বিক্রির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা

New-Project-24.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পিরোজপুরের নাজিরপুরে সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলার ডুমরিয়া নেছারিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ফজলুল হক ও দপ্তরি নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মাহিদুল ইসলাম।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এই মামলাটি দায়ের করেন।

জানা যায়, নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ফজলুল হক অবৈধভাবে সরকারি বই ও মালামাল বিক্রির জন্য দপ্তরি নুরুল ইসলামকে নির্দেশ দেন।স্থানীয় ভাঙ্গারি ক্রেতা মামুনের কাছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাদ্রাসার প্রায় ১ হাজার ৫শত কেজি বইসহ ০৫টি পুরাতন টিউবওয়েলের মাথা ও ব্রিজের এ্যাঙ্গেল বিক্রি করে দেন।

পুরাতন বইয়ের মধ্যে ২০২৫ সালের নতুন বই, ২০২২,২০২৩ ও ২০২৪ সালের বইয়ের বান্ডিল যেগুলো এখনো খোলা বা ব্যবহার হয়নি এমন বই ও রয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম বলেন,আইন অনুযায়ী বিনামূল্যে সরবরাহকৃত সরকারি বই বিক্রি সম্পূর্ণ অবৈধ। সরকারি বই বিক্রির বিষয়ে অবগত হয়ে আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি।

নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাদি হয়ে সরকারি বই বিক্রির অভিযোগে একটি এজাহার দিয়েছেন, তার এজাহারের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আই নানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

scroll to top