বরিশালের বিপক্ষে আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেশ প্রকাশ করেছে আম্পেয়াররা।
গত ১৯ জানুয়ারি বিপেএলের ২৫ তম ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে ৬ উইকেটে সহজ জয় পায় ফরচুন বরিশাল। খেলা শেষ হয় খেলার নিয়মেই তবে বিপত্তি বাজায় আম্পেয়ার। আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রকাশ করে সন্দেহ। ঐ ম্যাচে যদিও আলিস ৩ ওভার বল করে ২১ রান খরচ করেও কোন উইকেটের দেখা পায়নি।
আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দের প্রশ্ন এবার ই প্রথম নয়। ২০১৯ সালে বিপিএলের নানা বির্তকের মধ্যে দিয়ে অভিষেক হয় ঢাকা ডায়নামাইটসের অখ্যাত অফ স্পিনার আলিসের। তবে খ্যাতি পেতে তাকে বেশি সময় নিতে হয়নি অভিষেকেই হ্যাটটিক করে সারা ফেলে দেন এই তরুন ক্রিকেটার। তবে খেলা শেষেই আম্পেয়ার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে।
তবে সেসময় তাকে পরতে হয়নি নিষেধাজ্ঞায়। কথিত আছে সেই সময়কার ২ জন বোর্ড পরিচালকের কারণেই সেই যাত্রায় রক্ষাপান আলিস। তবে দীর্ঘ ৬ বছর পর ২০২৫ সালে আবারো সন্দেহের তীর আলিসের দিকে।
এখন দেখার বিষয় বোলিং অ্যাকশনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন তো আলিস নাকি পরতে হবে নিষেধাজ্ঞায়।