গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী পূর্বপাড়া গ্রামের শত বছরের পুরোনো একটি সরকারি সড়ক বন্ধ করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। সোমবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী সুজা উদ্দিন।
স্থানীয়দের অভিযোগ, আলিফ অটো ব্রিকস নামক ইটভাটার মালিক সুজাউদ্দিন নিজ স্বার্থে এই রাস্তা দখল করতে চান। এতে দুই শতাধিক পরিবারের হাজারো মানুষের যাতায়াত ব্যাহত হবে।
এলাকাবাসীর দাবি, এই রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। হঠাৎ করে রাস্তা বন্ধের সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। এছাড়া, ইটভাটার ধোঁয়া ও বর্জ্যের কারণে শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত এই অন্যায় বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, যদি এই রাস্তা বন্ধ করা হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
এবিষয়ে ওই এলাকার সাবেক স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন মুঠোফোনে বলেন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে চেয়ারম্যানের সহযোগিতায় সড়ক সংস্কার করেছি। সাবেক মেম্বার জয়নাল আবেদীনও এই সড়কের জন্য কাজ করেছেন। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক এটি।
আলিফ অটো ব্রিকস এর মালিক সোজা উদ্দিন মুঠোফোনে জানান, সড়কটি সরকারি না, এটি দীর্ঘদিন যাবত ওই এলাকার মানুষ চলাচল করছে। আশেপাশের সকল জমি-জমা আমার বলে দাবি করেন। তবে তাদেরকে ১০ফিট রাস্তা চলাচলের জন্য দেয়া হয়েছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাদের শতবর্ষী এই সড়ক অব্যাহত থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়।